ঝিনাইদহে করোনায় আরো একজনের মৃত্যু! ইসলামিক ফাউন্ডেশনের ৬৯টি লাশ দাফন সম্পন্ন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ
ঝিনাইদহে আনসার আলী মন্ডল (৭০) নামে করোনায় আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। তিনি হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি চাঁদপুর গ্রামের তোয়াজ উদ্দীন মন্ডলের ছেলে। করোনার সা¤প্রতিক ঢেউ শুরু হলে এই নিয়ে ঝিনাইদহে মা মেয়েসহ ৫ জনের মৃত্যু হলো।
এর আগে কালীগঞ্জের আইনজীবী আশরাফুজ্জামান, কালীগঞ্জের বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী রহিমা খাতুন ও তার মেয়ে সালমা আক্তার মুন্নি এবং শৈলকুপার ফুলহরি গ্রামের দরবার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আনসার আলী এক সময় সৌদি প্রবাসি ছিলেন। বর্দমান তিনি ঝিনাইদহ শহরের জজ কোর্ট পাড়ায় বসবাস করছিলেন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, করোনার উপসর্গ নিয়ে আনসার আলী গত ৫ এপ্রিল ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ৮ এপ্রিল করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনসার আলী হাসপাতালেই মারা যান। শুক্রবার সন্ধায় উপজেলার নগরবাথান গোরস্থানে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য মাওঃ শাহিনুর আলমের নেতৃত্বে আনসার আলীর লাশ দাফন করা হয়।
করোনা শুরুর পর থেকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ৬৯ জনের লাশ দাফন করেছে।